Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মৌলভীবাজার শেরপুরে ‘কাগজে-আদেশে’ লকডাউন, বাস্তবে ভিন্ন

রিপোর্টার / ২৪ বার
আপডেট শনিবার, ২ মে, ২০২০

আব্দুস সামাদ আজাদ   মৌলভীবাজার প্রতিনিধি ঃ০২ মে-২০২০,শনিবার।

লকডাউন এখন শুধু কাগজে আর আদেশেই সীমাবদ্ধ। বাস্তবে শেরপুর সহ আশে পাশে সব বাজারে লকডাউন বলতে কোন কিছু নেই। গুটি কয়েক দোকান বন্ধ থাকলেও অধিকাংশ দোকানপাঠ খোলা। বাজার গুলোতে রীতিমত মানুষের ভীড় লেগে আছে। মনে হচ্ছে- লকডাউন তুলে নেওয়া হয়েছে। শনিবার ( ২ মে) বিভিন্ন বাজারের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়- বাজার ফিরে পেয়েছে তার পুরনো চিত্র। রাস্তায় বাড়ছে মানুষের ভীড়। করোনা সংক্রামণের ঝুঁকি জেনেও রাস্তায় বের হচ্ছেন হাজারো মানুষ। ওষুধ এবং মুদি দোকান ব্যতিত এই মুহূর্তে অপ্রয়োজনীয় অন্যান্য দোকান খোলা রাখতে নিষেধাজ্ঞা থাকলেও ভিন্ন কৌশলে দোকান চালাচ্ছেন ইলেক্ট্রনিক, কসমেটিক্স, হার্ডওয়্যার, কাপড় ও মুঠোফোনসহ অন্যান্য ব্যবসায়ীরা। খাবারের দোকানগুলোও ভেতরে খোলা। সাটার লাগানো, তবে বাইরে থেকে সাটারে হালকা আঘাত করলেই ভেতর থেকে আওয়াজ আসে কি লাগবে। এভাবেই চলছে শেরপুর,সরকারবাজার,লামুয়াবাজার সহ আসপাশের বাজারের দোকানগুলো।

এদিকে কাচাবাজার, পাইকারী ও খুচরা বাজারগুলোতে দেখা যায় মানুষের ভীড়। কেউ মানছেন না শারিরীক দুরত্ব। মুখে মাস্ক নেই। যে যার ইচ্ছামতো কাজ করছেন।

এছাড়া রাস্তাঘাটে রিক্সার পাশাপাশি সিএনজি অটোরিক্সাও চলতে দেখা যায় ।

এদিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, জরিমানা আদায় করছে। পুলিশ প্রশাসনও জনসচেতনা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে হ্যান্ড মাইকিং করছেন পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা। স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারী বিধি নিষেধ মেনে চলা, পথচারী-চালক ও যাত্রীদের সামাজিক দূরত্ত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা ও অতিপ্রয়োজন ছাড়া বাসা-বাড়ী থেকে বের না হওয়ার সতর্ক করছেন।

কিন্তু কোনকিছুই যেন ঠেকানো যাচ্ছেনা জনসমাগম।কোনটাই মানা হচ্ছেনা। যার ফলে- বাড়ছে করোনার ঝুঁকি। লকডাউন ঠিকমতো পালন না করলে, শারিরীক দুরত্ব মেনে চলাফেরা না করলে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করবে- এমনটাই আশঙ্কা করছেন স্হানীয়রা।

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com