Logo
ব্রেকিং :
গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ সিংগাইরে ২৬০ পস ইয়াবাসহ গ্রেফতার-৫ মানিকগঞ্জ-২ আসনে আ:লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি টুলু কাজ করেই জনগণের পাশে থাকতে চান নগরকান্দায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সহ ভাসুর আটক নেত্রকোনায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা আর নেই চৌহালীতে যমুনা নদীর বামতীরে শির্ষক প্রকল্প উদ্বোধন  নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের এক বছর পূর্ন সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত  নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছে দিতে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে: আইজিপি 

রিপোর্টার / ১০৮ বার
আপডেট বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

 গাজীপুর প্রতিনিধি:২০ এপ্রিল-২০২৩,বৃহস্পতিবার।
পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যাতে যথা সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারও আমরা এ রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়ত যাতে নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে এসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে আইজিপি সতর্ক বার্তার জনসচেতনতামূলক একটি লিফলেট বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকদের মাঝে বিতরণ করেন।
প্রেস ব্রিফিংকালে পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর মেট্রোপুলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটসমূহ সবাই একযোগে একসঙ্গে কাজ করছি। এখানে র্যাবও নিয়োজিত আছে। আমাদের সঙ্গে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সবাই মিলে কাজ করছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথা সময়ে যেতে পারে।
তিনি আরও বলেন, সারা দেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। আমরা আশা করি এর প্রভাব আস্তে আস্তে শুরু করেছে। এটা অব্যাহত থাকবে।
তিনি বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চায়তে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com