রংপুর প্রতিনিধি:০১ মার্চ-২০২০,রবিবার।
রংপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ এর আয়োজন করেছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
রবিবার (১ মার্চ) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, রংপুরে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
উগ্রবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, আমাদের বার্তা যাতে সকল তরুণদের কাছে পৌঁছে যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। মসজিদের ঈমামগণ জুম্মার খুৎবায় সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিপক্ষে বললে এবং ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই, তাহলে এই কথাগুলো যুবসমাজসহ সকলে শুনবেন ও মানবেন।
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, উগ্রবাদে না ঝুঁকতে এন্টিবডি তৈরি করা জরুরী। সংস্কৃতিমনা, দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ ও দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমে সকলের মধ্যে উগ্রবাদের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করতে হবে।
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ধ্বংসাত্মক কাজের ভিডিও উপস্থাপন করা হয়। এসময় শিক্ষার্থীদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শসহ দেন।