Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

রংপুরে বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজাদের জানাজা সম্পন্ন

রিপোর্টার / ২৬ বার
আপডেট বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি প্রতিনিধি:০১ আগস্ট-২০১৯,বৃহস্পতিবার।
বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং বিডি নিউজ টুযেন্টিফোর ডট কমের রংপুর প্রধান শাহজাদা মিয়া আজাদ এর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় জানাজায় স্মৃতিচারণ করেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, বংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদসহ স্থানীয় সাংবাদিকেরা। এসময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রংপুর প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। জানাজায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহিগঞ্জ তালতলা জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজার পরে মাহিগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
বুধবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাহজাদা মিয়া আজাদ। দীর্ঘদিন থেকেই ব্রেইন স্ট্রোক করে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। বুধবার সকালে গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতায় তিনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি বংলাদেশ প্রতিদিনের স্টাফ এবং বিডি নিউজ টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ###কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com