নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি প্রতিনিধি:০১ আগস্ট-২০১৯,বৃহস্পতিবার।
বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং বিডি নিউজ টুযেন্টিফোর ডট কমের রংপুর প্রধান শাহজাদা মিয়া আজাদ এর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় জানাজায় স্মৃতিচারণ করেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, বংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদসহ স্থানীয় সাংবাদিকেরা। এসময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রংপুর প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। জানাজায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহিগঞ্জ তালতলা জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজার পরে মাহিগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
বুধবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাহজাদা মিয়া আজাদ। দীর্ঘদিন থেকেই ব্রেইন স্ট্রোক করে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। বুধবার সকালে গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতায় তিনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি বংলাদেশ প্রতিদিনের স্টাফ এবং বিডি নিউজ টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ###কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি