কালের কাগজ ডেস্ক: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোডের একটি ডাস্টবিন থেকে পিস্তল, ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ওই ডাস্টবিন থেকে পিস্তল, নাইন এমএম পিস্তলের মোট ৮ রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’লেখা রয়েছে।
সোমবার সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বলেন, ডাস্টবিন থেকে গুলি ও গ্রেনেডগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর আমরা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই।
তিনি বলেন, এত গুলি ও গ্রেনেড এখানে কারা ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে। ওই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি