আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি-ঃ২৫ ফেব্রুয়ারী-২০২০,মঙ্গলবার।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীর পাাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দূপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এতে কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধের অন্তত ১৫টি স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এই উচ্ছেদে নদীর বাাঁধে অবৈধভাবে গড়ে উঠা পাকাদালান কোটাসহ প্রায় ৩৫টি দোকান ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ লোকজন ক্ষতিপুরণের দাবি করছেন।