রাজবাড়ী প্রতিনিধি :১৪ এপ্রিল-২০১৯,রবিবার।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠান উপভোগ করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।
এছাড়াও বর্ষবরণ উপলক্ষে রাজবাড়ীর ঐতিয্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পান্তা ইলিশ খাওয়ার অনুষ্ঠান।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি