
আবুল হোসেন ,রাজবাড়ী জেলা প্রতিনিধি :১১ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
“গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ “এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার বেলা ১২:৩০ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী এনসিটিএফ এর সভাপতি সাদিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান শেখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা- মোঃ আলিমুর রেজা, সেভ দ্য চিলড্রেন প্রোজেক্ট ম্যানেজার এডুকেশন- মোঃ সাইফুল ইসলাম, কেকেএস প্রোজেক্ট কো-অডিনেটর- রুমা খাতুন, সেভ দ্য চিলড্রেন ইয়ু্থ ভলান্টিয়ার- সাদমান সাকিব রাফি সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন: রাজবাড়ী এনসিটিএফ এর সাধারণ সম্পাদক- তাহসিন মুগ্ধ।
পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় তিনজন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।