রাজবাড়ী প্রতিনিধি :২৩ এপ্রিল২০১৯,মঙ্গলবার।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে স্পিড বোটে পাটুরিয়া ঘাট থেকে পদ্মা নদীর ডান তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এসে পৌঁছান। সেখানে রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ ধীরগতিতে হচ্ছে। এটা শুনে দেখতে এসেছেন। কাজের গতি একটু কম হচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসছে। এর আগে কাজের অগ্রগতি আরো বাড়ানো হবে বলে জানান।
আগে এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার ব্লক তৈরি হতো। এখন সেটি পাঁচ হাজারের বেশি ব্লক তৈরি হবে। তিনি আশা করেন, বর্ষার আগেই নদী শাষনের কাজ অনেকটা শেষ হবে। আর বর্ষা মৌসুমে যাতে রাজবাড়ীতে নদী আর না ভাঙে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি