Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

রাজবাড়ী জেলা তথ্য অফিসেরআয়োজনে মহিলা সমাবেশ

রিপোর্টার / ২০ বার
আপডেট বুধবার, ৪ মার্চ, ২০২০

আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) ঃ০৪ মার্চ-২০২০,বুধবার।

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলগাছী আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ চৌধুরী। বক্তাগণ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহিলাগণ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com