আবুল হোসেন ,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি :০৩জুন-২০২০,বুধবার।
মাহামারি নোভেল করোনা ভাইরাসের কারনে দেশ যখন মুখ থেবড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঠিক সেই মূহুতে বাংলাদেশ রেলওয়ে গত ২৫ মার্চ থেকে টানা ৭০ দিন বন্ধ থাকার পর আজ ৩ জুন চালু হলো রাজশাহী টু গোয়ালন্দ ঘাট আন্তঃ নগর মধুমতি এক্্রপ্রেস।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের গত চলতি বছরের ২৫ মার্চ সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের বিস্তার রোধে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ের অনেক লোকসান হবার পরেও যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি। এদিকে প্রতিদিন এ রুটে ৪টি ট্রেন চলাচল করতো রেলওয়ের নির্দেশ অনুযায়ী ৩ টি ট্রেন বন্ধ রয়েছে ।
মাএ একটি ট্রেন দিয়ে সীমিত আকারে ট্রেন চলা চল শুরু হলো এই ট্রেনটি তে ৬৩৯ জন যাএীর আসন সংখ্যা থাকলে ও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই ৩২০ জন যাএী নিয়ে চলাচল করবে । পরবর্তি নির্দেশ না আসা পযর্ন্ত বাকী ৩ টি ট্রেন নকশি কাথাঁ মেইল ,সাটল (নোকাল) ২টি বন্ধ থাকবে ।
গোয়ালন্দ ঘাট ষ্টেশনের সহকারী মাষ্টার জিল্লুর রহমান বলেন, গোয়ালন্দ ঘাট ষ্টেশনে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্রথম শ্রেনীর একটি বিশ্রামার গার কে অস্থায়ী কোয়ারেন্টাইন রুম নির্ধারন করা হয়েছে । এ ছাড়া প্লাটফ্েরর্ম যাএীদের হাত ধুয়ার জন্য সাবান ও পানি রাখা হয়েছেও হ্যান্ড মাইক দিয়ে যাএীদের জন্য সচেতনতা মুলক প্রচার চালাচ্ছে।
মানিকগঞ্জ থেকে আগত কুমকুম বেগম বলেন , বাসের চেয়ে ট্রেনের যাএা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় তাই আমরা ট্রেনে করে কুষ্টিয়া যাচ্ছি ।
মহাদেব পুর থেকে আসা রাজশাহী গামি মন্টু চন্দ্র কর্মকার বলেন, আপদকালীন সময়ে দীর্ঘ যাএা পথে ঝুকি কমাতে তাই আমি ট্রেন রুট কে বেঁচে নিয়েছি ।