রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি :১৯ মে-২০২০,মঙ্গলবার।
নওগাঁর রাণীনগরে অজ্ঞাত নারীর অর্ধগলীত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। মঙ্গলবার দুপুরে পশ্চিম চক-বলরাম এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয় ।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রেল লাইনের পূর্বপাশ্বে খেঁজুর গাছের ঝোপের মধ্যে প্রায় ৩৫-৪০ বছর বয়সি নারীর লাশ পাওয়া যায় । তিনি অনুমান করে বলেন,হয়তো ১০-১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের শরীরে পচন ধরায় এবং অর্ধগলীত হওয়ায় কোন আলামত পাওয়া যায়নি। ফলে ময়না তদন্ত ছাড়া বলা যাবেনা কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে স্থানীয় রশিদা বিবি(৫৫) ও আরো অনেকেই জানান, কয়েক দিন আগে অর্ধ নগ্ন অবস্থায় ৪০/৪৫ বছর বয়সি এক অজ্ঞাত পাগলিকে এলাকায় ঘোড়া ফেরা করতে দেখেছেন। লাশের পার্শ্বে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। #