নওগাঁ প্রতিনিধি :০৮ মার্চ-২০২০,রবিবার।
০০৮“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বমাম মাহমুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জেবুন নেছা প্রমূখ।#