
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:১৯ আগস্ট-২০২২,শুক্রবার।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা কৃষক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে এক আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আ’লীগ অফিসে উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,
উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়।
অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন ও আদর্শের উপর বিস্তারিত আলোকপাত করেন। এইসাথে তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশকে
অব্যাহত উন্নয়নের পথে এগিয়ে নেয়ার আহবান জানান। পরে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।