Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল নেত্রকোনা-২ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বাদী মামলা প্রত্যাহার না করায় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা দৌলতপুরে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

রুম পরিস্কার না করায় ঘিওরে মাদ্রাসার শিক্ষার্থীকে পিটিয়ে আহত

রিপোর্টার / ৬২ বার
আপডেট বুধবার, ১০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:১০ আগস্ট-২০২২,বুধবার।

মাদ্রাসা হেফজ খানার রুম পরিস্কার না করার অপরাধে ঘিওর উপজেলার দোতরা ব্রীজ সংলগ্ন মারকাজু রিদাহাদিত লিতাফিজিল কোরানীল কারিম ওয়াল ওলুমিস শারিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে হাফেজ মাওলানা মোঃ কাউছার আহম্মদ নামে এক প্রধান শিক্ষক। আহত এতিম শিক্ষার্থী শান্ত (১০) কে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষকের বাড়ি দৌলতপুর উপজেলার তালুক নগর গ্রামে। সে মোঃ মোসলেম শেখের ছেলে।
এ ব্যাপারে শিক্ষার্থীর বড় ভাই রতন হোসেন বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ হাফিজ মাওলানা মোঃ কাউছারকে আটক করে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করেছে।
জানা গেছে, নাগরপুর উপজেলার জালই গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ২য় ছেলে শান্ত (১০)। ছোট বেলায় বাবা মা মারা যাবার পরে বড় ভাই রতন হোসেনের ঘিওরের বাসা বাড়িতে থাকে। বাবার স্বপ্ন পুরনের জন্য ছোট ভাইকে ঘিওর উপজেলার দোতরা ব্রীজ সংলগ্ন মারকাজু রিদাহাদিত লিতাফিজিল কোরানীল কারিম ওয়াল ওলুমিস শারিয়া হাফিজিয়া মাদ্রাসায় তিন বছর পূর্বে ভর্তি করেন । ঘটনার দিন সকালে শান্তকে ওই শিক্ষক হেফজ খানার রুম পরিস্কার করার জন্য বলেন। কিন্তু শান্ত রুমটি পরিস্কার করে না দেওযায় মাদ্রার ২য় তলায় তাকে ডেকে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মামলার বাদী রতন হোসেন জানান, আমার বাবা, মা মারা যাবার পরে এতিম ভাইডারে এই মাদ্রাসায় পড়াশুনার জন্য ভর্তি করেছিলাম। কিন্ত তার উপরে যে অমানবিক অ্চারন করা হয়েছে এটা আমি মেনে নিতে পারিনা। আমি এর শুষ্ঠু বিচার চাই।
মাদ্রাসার সভাপতি আবদুল্লাহ রতন সাংবাদিকদের জানান, প্রায় ৫ মাস আগে হাফেজ মাওলানা মোঃ কাউছার আহম্মেদকে মাদ্রাসায় চাকুরি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে তাকে মাদ্রাসা থেকে বহিস্কারের সৃদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আসলেই ঘটনাটি খুবই দুঃখজনক।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আসামীকে আটক করে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com