নিজস্ব প্রতিবেদক, ২৫ জুলাই ২০১৯,বৃহস্পতিবার।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। তিনি রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে।
এর আগে ১০ জুলাই এমপি রুশেমা বেগম মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। সম্প্রতি তার জায়গায় সালমাকে মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ আগস্ট সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সালমা ছাড়া আর কোনো প্রার্থী না থাকলে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।