শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :০২ ফেরুয়ারী-২০২০,রবিবার।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন ও নীলফামারীর সৈয়দপুর রেল বিভাগের ভূমি অবৈধভাবে দখল করায় ৬৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পার্বতীপুরের ৩৪ ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর জেলা জজ আদালত ও সৈয়দপুরের ২৯ জনের নামে নীলফামারী জেলা জজ আদালতে সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে ।
এ ব্যাপারে পার্বতীপুর কাচারীর রেল কানুনগো জিয়াউল হক জিয়া জানান, পার্বতীপুরের পাশের সৈয়দপুর রেল এলাকার কয়া জেএল নং-৭, জেএল নং-৩৭, বাঙ্গালীপুর জেএল নং-৩৮ ও নিয়ামতপুর জেএল নং-৩৬ এর ২৯ জনের বিরুদ্ধে নীলফামারী জজ কোর্টে সার্টিফিকেট মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে জরিমানাসহ ২ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকার চূড়ান্ত নোটিশ আগেই দেয়া হয়েছিল। বিবাদীরা হলেন- জয়নাল আবেদীন, মোস্তাক আহম্মেদ, নাসিম কবির ও ফয়েজ আহম্মেদ প্রমুখ।
অন্যদিকে পার্বতীপুরের ৮নং কাচারী অফিস সূত্র জানায়, পার্বতীপুর মৌজা ও জেএল নং-৪০ এর আওতাধীন ৩৪ ব্যক্তি ১৯৮২ সাল থেকে তাদের অবৈধ দখলে রাখা ভূমি ব্যবহার করে আসছে। এ সময় পর্যন্ত ভূমির জরিমানাসহ খাজনার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯১২ টাকা। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মোকারম হোসেন, তাসলিমা খাতুন, মাসুদ রানা, ছাদেকুল হক সরকার, আকসেদ আলী, খন্দকার রোকেয়া কবির, আবুল কালাম, আব্দুল খালেক মিয়া, ধ্রুব দেব রায় ও আব্দুর রশিদ প্রমুখ।