নিজস্ব প্রতিবেদক ঃ ১৩ মার্চ -২০১৯,বুধবার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ একটি টিম মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন উত্তরপার পঞ্চরাস্তার মোড় এলাকা থেকে ৬’শত বোতল ফেন্সিডিলভর্তি ০১টি চাউলবোঝাই ট্রাক করেছে। বুধবার দুপুরে র্যাব-৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হকের নেতৃত্বে এই মাদকের চালান আটক করা হয়। মাদকের সাথে মোঃ জমির আলী (৩৭) নামের মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সাভারের যাদুরচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাব-৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, দিনাজপুর থেকে আসা পিরোজপুর ট-১১-০২৪২ নম্বরের একটি ট্রাকে করে বিপুল পরিমান মাদকের চালান আসছে। এমন তথ্যে তার নেতৃত্বে র্যাবের একটি টিম ওতৎ পেতে থাকার পর এই বিপুল পরিমান মাদকের চালান আটক করতে সমর্থ হন। আটক জমির আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলতে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
এদিকে আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ জমির আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে মানিকগঞ্জসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি