শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :০৫ মার্চ-২০২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে সমাবেশ হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নীএই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। জেলা প্রশাসক হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সনাক সভাপতি তাহমিন হক ববি, ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন। বিভিন্ন উন্নয়ন সংস্থা এই সমাবেশে সহযোগীতা করে।