শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:২২ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
আর কদিন পড়েই ঢাকের বাজনা আরতি উলু ধ্বনিতে মুখরিত হবে লোহাগড়ার পূজামন্ডব গুলো। সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে মন্ডবে মন্ডবে চলছে প্রস্তুতি। চার দিকে যেন উৎসবের আমেজ। পূজা ঘিরে চলছে প্রতিমা ও মন্ডব তৈরির কাজ। লোহাগড়া উপজেলায় ১৫২টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি মন্দির সিসি ক্যামেরার আত্ততায় থাকবে তাই শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা।
প্রতিমা শিল্পী প্রেমানন্দ পাল জানান, গত বছরের তুলনায় এবার একটু বেশি প্রতিমা তৈরি হয়েছে। প্রতিমা ডেলিভারী দিতে দিন রাত কাজ করতে হচ্ছে তাদের। তিনি আরো বলেন, যে তুলানায় পরিশ্রম হয় সে অনুযায়ী পারিশ্রামিক পাওয়া যায় না, তাই তিনি পারিশ্রমিক বাড়ানোর জন্য আয়োজকদের প্রতি দাবি করেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) লোহাগড়ার শ্রী শ্রী নিতাই গৌর-সুন্দর কেন্দ্রীয় জিউর মন্দির এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এ মন্দিরের সভাপতি ডাঃ প্রবীর কুমার শ্যাম বলেন, এখন পূজার রং এবং সাজ সজ্জার কাজ এখন চলবে।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক শিক্ষক পরীক্ষিত শিকদার বলেন, ইতিমধ্যে দূর্গাপূজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর ১৫২টি মন্ডপে পূজা হবে। পূজা মন্ডপগুলিতে সিসি ক্যামেরা লাগানোর কথা বলেছে প্রশাসন। মন্ডপের নিরাপত্তায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশপাশি নিজস্ব লোকজনও নিযুক্ত করা হবে পাহারার জন্য ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠুভাবে দুর্গাপূজা পালনের জন্য একাধিকবার উপজেলা পূজা উদযাপন পরিষদ ও প্রত্যেক মন্ডপ কমিটির সদস্যদের নিয়ে সভা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। #