শরিফুল ইসলাম নড়াইল ঃ৩০ জুলাই-২০২২,শনিবার।
নড়াইলের লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন,লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া উপজেলা পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ,সাবেক ইউপি সদস্য আকবর হোসেন রিপন, বিদ্যালয়ের ম্যানেজিং সকল সদস্য,শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।