কালের কাগজ ডেস্ক:১৮ এপ্রিল – ২০২০,শনিবার।
শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী তিনজন সংসদ সদস্য । তারা হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপরই এই তিনজন সদস্যের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। তবে করোনাভাইরাস সংকটের কারণে তারা সময়মতো শপথ নিতে পারেননি। ফলে সংবিধানের দ্বিতীয় অপশন হিসেবে তারা শপথ নিলেন।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে প্রার্থীদের শপথ নিতে হয়। তবে ওই সময় শপথ নিতে ব্যর্থ হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণের সুযোগ রয়েছে। নতুন এ তিন এমপি শপথ নিয়ে আজই অধিবেশনে যোগ দিচ্ছেন। শনিবার স্বল্প পরিসরে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ