সুরেশ চন্দ্র রায়(শিবালয়)মানিকগঞ্জ।১৪ এপ্রিল-২০১৯,রবিবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় আজ ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বর্ণিল ঘুড়ি উৎসব ১৪২৬। বাংলার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য বাঙ্গালী হৃদয়ে জাগ্রত রাখার প্রয়াসেই মূলত এ উৎসবের আয়োজন। ঘুড়ি উৎসবের পাশাপাশি ছোট্ট সোনামনিদের মেধাবিকাশ ও চিত্তবিনোদনের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগতিা। আরিচা যমুনা নদীর তীরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের আয়োজক শিবালয় “শতদল” নামক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।স্থানীয়রা জানান, পহেলা বৈশাখের এ ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে যমুনার তীর জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন শ্রেণী পেশার লোকের উপস্থিতিতে আরিচা এলাকা হয়ে উঠে উৎসব মূখর। একটি দিনের জন্য হলেও এখানে প্রবাহিত হয় আনন্দের বন্যা। শতদলের সাধারন সম্পাদক সৈকত মাহমুদ খান জানান, মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ এএম নাঈমুর রহমান দুর্জয় ঘুড়ি উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিত্রাঙ্কন এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দিয়ে সাজানো হয়েছে এ উৎসব। শতদলের এ্যাডভাইজার ও তেওতা একাডেমির প্রধান শিক্ষক ” দৈনিক আমার সংবাদ” প্রতিনিধিকে জানান, বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্য সংরক্ষণ ও শিশুদের মনোরঞ্জনের জন্য ঘুড়ি উৎসবের আয়োজন। ঘুড়ির বৈচিত্রতার নিরিখে ২৪ জন ঘুড়িয়ালকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে। স্থানীয় পুলিশ প্রশাসন সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করবে বলে আশা করছি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি