কালের কাগজ ডেস্ক: ১৪ ডিসেম্বর,শুক্রবার ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের একটা কৌশল আছে, কৌশলটা তো বলব না। সুস্পষ্ট কৌশল আছে।
আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে। আমরা না বুঝে দিয়েছি এটা ইলেকশনের দিন বুঝতে পারবেন, উনারা (জাতীয় ঐক্যফ্রন্ট) যদি সরে যায় তারপর। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।’
সচিবালয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন নতুন মার্কিন রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার। এ নিয়ে কথা বলতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের উল্লিখিত কথা বলেন। আর মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সংঘাতহীন নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সব পক্ষের নির্বাচনী সহিংসতা এড়ানো উচিত।
বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে মনে করছেন কিনা? এ প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এখনও সেটা মনে করি না, তারা থাকবে এটাই আশা করব। কিন্তু তাদের সিদ্ধান্ত তো আমি জানি না, এখনও তারা পরিষ্কার করে কিছু বলেনি। তাদের যে কার্যকলাপ, তাতে সংশয় জাগে, এতে কোনো সন্দেহ নেই।’
বিএনপি অভিযোগ করে আসছে, তাদের ভোট থেকে সরিয়ে দিতে চায় ক্ষমতাসীন দল। বেশি প্রার্থী রাখার কৌশল কি বিএনপিকে বাদ দেয়ার পরিকল্পনা থেকে? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘না, না; তারা সরে যেতে পারে বলেই অ্যালায়েন্সকে নিয়ে কৌশল নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ফ্রি ও ফেয়ার নির্বাচন আশা করে। আমি বলেছি, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক ভালো। তাই প্রত্যাশা করছি, পিসফুলি হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যাতে নিউট্রাল ভূমিকা পালন করতে পারে। আমরা এই আশ্বাস আবারও দিয়েছি।’
রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেই স্বার্থে নির্বাচনী সহিংসতা এড়ানো উচিত সব পক্ষের। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষকেই নির্বাচনী সহিংসতা এড়ানোর আহ্বান জানাই। সহিংসতা গণতন্ত্রের কোনো পন্থা হতে পারে না। তাই নির্বাচনী সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র। আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই।’ এরপর ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছি আমরা।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক দলগ–লো জোটের বাইরেও বিভিন্ন আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি