মানিকগঞ্জ প্রতিনিধি:২৫ জুলাই-২০১৯,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া আশ্রয়ণ কেন্দ্র হাটে এক হাজার পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ডাল, শুকনো খাবার সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ.এম নাঈমুর রহমান দুর্জয় ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি বিকাশ সাহা ,উপজেলা ভাইস-চেয়ার মিরাজ হোসেন লালন ফকির, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম খান মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ,যুবলীগ নেতা আবুল বাশার,কৃষকলীগ নেতা সিকো প্রমুখ ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি