নিজস্ব প্রতিবেদক:০৯ এপ্রিল-২০১৯,মঙ্গলবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ২০১৯ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিবালয় উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং শাকরাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-প্রধান পরিমল চন্দ্র বসু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ.কে.এম মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ গোলাম ফারুক, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ জসিম উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ জহির উদ্দিন মানিক, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রুনা আক্তার, শিবালয় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ আসলাম মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এস. এম . শফি উদ্দিন আহমেদ ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান মৃধা। মাহফিলে ওয়াজ ফরমান হযরত মাওলানা মুফতি আবু হুরাইরা আল আজাদ, হাফেজ মাওলানা মোঃ জিয়াউদ্দিন ও হযরত মাওলানা এ.কে.এম. মোরশেদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশীল কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এবং ম্যানেজিং কমিটি ও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর পরিচালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
কালের কাগজ/প্রতিবেদক.জা.উ.ভি