মো: সায়েদুর রহমান, নিজস্ব প্রতিবেদক::২৩ জুন-২০২২,বৃহস্পতিবার।
শিবালয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করা হয়। উপজেলা প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু, সুভাষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল , উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গৌত্তম চার্কী, উপজেলা আওয়ামীলীগের সদস্য বিশ^জিত দাস প্রমুখ।।।।