মানিকগঞ্জ প্রতিনিধি:২১ জানুয়ারী, ২০২০ ,
কেন্দ্রীয় সিদ্ধান্তনুযায়ী শিবালয় উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার সন্ধায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জ-১ আসনের এমপি ও বিসিবি পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস সভা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মানিকগঞ্জ জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড:গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম পি.পি,সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্নসাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আযম আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, পৌর সভার মেয়র আ’লীগ নেতা গাজী কামরুল হুদা সেলিম, দীপক ঘোষ, মোনায়েম খান, এহেতাশাম খান ভুলু, কাসেম খানসহ জেলা ও উপজেলা আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।