মানিকগঞ্জ প্রতিনিধি:১১ এপ্রিল-২০২০,শনিবার।
মানিকগঞ্জের শিবালয়ের উথলী ইউনিয়নের কলাবাগান এলাকায় এক পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস সনাক্ত হলে ইউনিয়নের তিনটি ওয়ার্ড লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ৯ টায় সনদেহভাজন উক্ত ব্যাক্তির দেহে করোনাভাইরাস সংক্রামনের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হক।
জানা গেছে, শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীরবাসাইল কলাবাগান এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকা লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ, এম ফিরোজ মাহমুদ।
গত ৫ এপ্রিল কলাবাগান এলাকার মহির উদ্দিন পুলিশে কর্মরত থাকা অবস্থায় জ্বর নিয়ে ছুটিতে বাড়ি আসেন। এতে প্রতিবেশীর মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা স্থানীয় চেয়ারম্যান, মেম্বর ও পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ এসে ওই রোগীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠালে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত ইউনিয়নের তিনটি ওয়ার্ড লকডাউন করে দেয়া হয়।