নিজস্ব প্রতিবেদক:১২ এপ্রিল-২০১৯,শুক্রবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক, শিবালয় শাখার উদ্যোগে বর্ষবরণ, ধর্মবর্ণ নির্বিশেষে অস্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় উপলক্ষে শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক,বিভাগীয় কার্যালয় ,ঢাকা জনাব মনির উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান, বাংলাদশ আওয়ামীলীগ, শিবালয় উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা কাজী রুহুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি