মানিকগঞ্জ প্রতিনিধি: ০২ মার্চ, ২০২০ ,সোমাবর।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সোমবার (২ মার্চ) নবনির্বাচিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রেসক্লাব নবগঠিত কমিটিতে সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার (দৈনিক ভোরের পাতা) , যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী (নিউ নেশন), কোষাধ্যক্ষ নিরঞ্জন সূত্রধর (সমকাল), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক মনিন্দ্র বিশ্বাস (সোনালী বার্তা), প্রচার-প্রকাশনা সম্পাদক শেখ সাদেকুর রহমান (দৈনিক জনতা), দপ্তর সম্পাদক মারুফ হোসেন (কালের কন্ঠ)।
এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম (সংবাদ), মো. আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ও সাইফুল ইসলাম খান (আজকের প্রভাত)।