Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

শ্যালিকার শ্লীলতাহানির চেষ্টার  অভিযোগে স্কুল শিক্ষক হাজতে

রিপোর্টার / ৯৬ বার
আপডেট বুধবার, ২ নভেম্বর, ২০২২

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০২ নভেম্বর-২০২২,বুধবার।
স্ত্রীর চাচাত বোনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে হাজতে পাঠিয়েছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুর দুইটায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতার শিক্ষকের নাম হেলাল উদ্দিন (৭০)। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষক। তাঁর বাসা হাতিখানা ক্যাম্প সংলগ্ন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষক শ্বশুরবাড়ীতে গিয়ে চাচাত শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। জোরপূর্বক চুমু দেয়াসহ শরীরের ষ্পর্শকাতর স্থানে হাত দেয়।  বাধা দিলে মেয়েটির গলায় মুখে ও ঘাড়ে আঁচড়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতে নাতে আটক করে শিক্ষককে।
পরে পুলিশে খবর দিয়ে তাঁকে সোপর্দ করা হয়।থানায় আনার পর মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞেসাবাদ শেষে বেলা সাড়ে তিনটায় জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। তবে শিক্ষকের পরিবারের পাল্টা অভিযোগ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে ঘটনা সাজিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
কেননা বাড়ির ভিটার জমি নিয়ে কিছুদিন থেকে শিক্ষকের শ্বশুর পরিবারের সাথে ওই মেয়েটির পরিবারের বিবাদ চলছে। তারই জের ধরে সামাজিকভাবে হেয় ও হয়রানী করতেই এই কাজ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টা অর্থের বিনিময়ে নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হয় একটি মহল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শ্লীলতাহানীর চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com