স্ত্রীর চাচাত বোনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে হাজতে পাঠিয়েছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুর দুইটায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতার শিক্ষকের নাম হেলাল উদ্দিন (৭০)। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষক। তাঁর বাসা হাতিখানা ক্যাম্প সংলগ্ন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষক শ্বশুরবাড়ীতে গিয়ে চাচাত শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। জোরপূর্বক চুমু দেয়াসহ শরীরের ষ্পর্শকাতর স্থানে হাত দেয়। বাধা দিলে মেয়েটির গলায় মুখে ও ঘাড়ে আঁচড়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতে নাতে আটক করে শিক্ষককে।
পরে পুলিশে খবর দিয়ে তাঁকে সোপর্দ করা হয়।থানায় আনার পর মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞেসাবাদ শেষে বেলা সাড়ে তিনটায় জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। তবে শিক্ষকের পরিবারের পাল্টা অভিযোগ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে ঘটনা সাজিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
কেননা বাড়ির ভিটার জমি নিয়ে কিছুদিন থেকে শিক্ষকের শ্বশুর পরিবারের সাথে ওই মেয়েটির পরিবারের বিবাদ চলছে। তারই জের ধরে সামাজিকভাবে হেয় ও হয়রানী করতেই এই কাজ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টা অর্থের বিনিময়ে নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হয় একটি মহল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শ্লীলতাহানীর চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।