কালের কাগজ ডেস্ক ২১ এপ্রিল ২০১৯, রবিবার।
শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনায় ব্যাপক অভিযানে নেমেছে দেশটির পুলিশ। রোববার রাজধানী কলম্বোর একটি বাড়িতে অভিযানে সাত ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এসময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এছাড়া সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, সব হাসপাতাল থেকে পাওয়া খবরে এ পর্যন্ত ২০৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর সাড়ে চারশ ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে ওই অভিযান নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রোববার সকাল থেকে দেশটির গির্জা ও বিলাসবহুল পাঁচতারকা হোটেলসহ বিভিন্ন স্থানে আটটি বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে কয়েকটি হামলা ছিল আত্মঘাতী।
শ্রীলংকা সরকার ইতিমধ্যে সকাল সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি করেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমেও আরোপ করেছে কড়াকড়ি।