কালের কাগজ ডেসস্ক:২২ এপ্রিল ২০১৯,সোমবার।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গির্জা ও অভিজাত হোটেলসহ অন্তত ৮টি স্থানে ভয়াবহ বোমা হামলায় নিহত বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
গতকাল রোববার সকাল পৌনে ৯টা থেকে দুপুর পর্যন্ত সিরিজ এই বোমা হামলার ঘটনায় দেশটির জনপ্রিয় রাঁধুনী শান্তা মায়াদুন্নে তার মেয়েসহ নিহত হয়েছেন।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, শ্রীলঙ্কায় জনপ্রিয় রান্নার অনুষ্ঠান করতেন যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়া এই রাঁধুনী।
বোমা হামলায় নিহত হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই শান্তার মেয়ে নিসাঙ্গা পরিবারের সঙ্গে সকালের নাস্তা করার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছিল। সাংগ্রি-লা হোটেলে নাস্তা করছিল তখন তারা।
তাদের পরিবারের একজন ঘনিষ্ট বন্ধু রাধা ফোন্সেকা গাল্ফ নিউজকে জানান, শান্তা শ্রীলঙ্কায় খুব শ্রদ্ধাভাজন ছিলেন। নিয়তি মা-মেয়ে দুজনকেই নিয়ে চলে গেছে।