মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:০৯ আগস্ট-২০২২,মঙ্গলবার।
‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’ স্লোগানে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত
টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচীন্দ্র চন্দ্র কোচের সভাপতিত্বে ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত শিকদার।
এছাড়াও আদিবাসী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কোচ রতন রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সখীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র সরকার, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন।
আদিবাসী দিবসের সমাবেশে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কোচ আদিবাসী ইউনিয়ন, বর্মন ছাত্র পরিষদ সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।