টাঙ্গাইল প্রতিনিধি:২৮ আগস্ট-২০২২,রবিবার।
আলহাজ্ব মুখতার আলী তালুকদার এর ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার সকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল -৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, মুখতার আলী স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান, আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম জাকির হোসাইন, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মুখতার আলী তালুকদার সর্বপ্রথম ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে অবিভক্ত গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রায় ১৫ বছর তিনি সফলভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। তিনি সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ, সূর্যতরুণ আবাসিক স্কুল এন্ড কলেজ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জমিদাতা। আলহাজ্ব মুখতার আলী তালুকদারের বড় সন্তান কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চার বারের জাতীয় সংসদ সদস্য ছিলেন। তাঁর কনিষ্ঠ সন্তান জুলফিকার হায়দার কামাল উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নাতি সাবেক জাতীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
১০.