আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-১১ মার্চ-২০২০,বুধবার।
মৌলভীবাজার সদর হাসপাতালে বুধবার (১১মার্চ) দুপুর ১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্য ধূমপান ও ফার্মেসির ঔষধ দালালির অভিযোগে ৫ জনকে ৪০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।
প্রকাশ্যে ধূমপানে দুজনকে ৩০০শত টাকা করে ৬০০শত টাকা জরিমানা করা হয়। তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন এলাকার খালেক মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৫), বডকাপন এলাকার আলিফ মিয়ার ছেলে রমজান মিয়া (২৫)।
ফার্মেসির ঔষধ দালালির অভিযোগে ৩ জনকে ১০০০হাজার টাকা করে ৩০০০ হাজার টাকা জরিমানা তারা হরেন, কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাম চন্দ্র ভট্টাচার্যের ছেলে রিংকু ভট্টাচার্য(৩৫), শ্রীমঙ্গল উপজেলার আশিদোন গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৬০), মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল গ্রামের চিরঞ্জন দেবের ছেলে চিন্ত দেবী(২৮)।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সল জামান জানান এই হাসপাতালে তিন ধরনের দালাল রয়েছেন। তারা হচ্ছে বিভিন্ন ক্লিনিক, প্যাথলজি ও ফার্মেসির দালাল।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বারের পরিচালক সৈয়দ রিমন আহমদ।######