কালের কাগজ ডেস্ক:২২ অক্টোবর, ২০২২,শনিবার।
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সমাবেশে আসা যাদের বিরুদ্ধে মামলা আছে কিংবা নাশকতা করতে পারেন বলে সন্দেহ হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না।
বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় গাড়ি চলাচল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে, সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে।
পুলিশের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়মিত প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।
জন্ম থেকে জাতীয় পরিচয় পত্রের তৈরির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল তাই থাকবে।