মোঃ সায়েদুর রহমান ,শিবালয়(মানিকগঞ্জ) থেকে:১৭ জুলােই-২০২২,রবিবার।
ভালো নেই মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালিন সাধারণ সম্পাদক ও তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লা তারা মিয়ার পরিবার। জানা যায়, শিবালয় উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালিন সাধারণ সম্পাদক ও তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লা সোনা মিয়া ১৯৭১ সালে ২৬ শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে পাকিস্তানী হানাদার বাহিনী কতৃক গ্রেফতার হলে মোঃ আমান উল্লা তারা মিয়া সহ ধর্মীনি কুলসুম বেগম বঙ্গবন্ধুর মুক্তি ও মঙ্গল কামনায় একটি ষাড় গরু আল্লাহর নামে ছেড়ে দেন।পরবর্তীতে বঙ্গবন্ধু মুক্তি লাভের পর নির্বাচনী প্রচারনায় মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসেন এবং তার মুক্তি ও মঙ্গল কামনায় ষাড় গরু টি আল্লার নামে ছেড়ে দেওয়া হয়েছিলো তা দেখানো হয়।বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক কিছু দিন লালন পালনের পরে স্থানী তেওতা একাডেমির উন্নয়ন কাজে দান করা হয়।
মোঃ আমান উল্লা তারা মিয়ার পুত্র মোঃ আবু হেনা দৈনিক কালের কাগজ কে জানান, বঙ্গবন্ধুর আদর্শের মুক্তি যোদ্ধার পহ্মে অবস্থান নেওয়ায় স্থানীয় রাজাকারা আমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও আমার বোন কে জোর করে তুলে নিয়ে যায়। সীমাহীন আত্যাচারের শিকার হয়ে ও আওয়ামী লীগ ত্যাগ করিনি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আওয়ামীলীগের আর্দশ ও সম্মান নিয়ে মৃত্যুবরন করতে চাই ।