মানিকগঞ্জ প্রতিনিধি:২৬ মে–২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকালে দৌলতপুর বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড:এ.কে.এম আজিজুল হক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কদ্দুস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভ্ইাস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুশা, আখিনুল ইসলাম চৌধুরী,শওকত আলী খান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, দিলীপ ফৌজদার,আনোয়ার হোসেন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম মালেক ভান্ডারী,প্রচার সম্পাদক মহিদুর রহমান মুক্তা, কোষাধক্ষ মঞ্জুরল হক বুলবুল,ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন প্রমূখ। বক্তারা আগামী ৮ জুন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সুন্দর ও স্বার্থক করার লক্ষে সকল নেতাকর্মীদের নির্দেশ দেন। বিভিন্ন ইউপি আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সাংগঠনিক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । ইউনিয়ন থেকে সম্মেলনে ব্যাপক সমাগম ঘটাতে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।