কালের কাগজ ডেস্ক: ০৯ এপ্রিল ২০১৯, মঙ্গলবার।
আদালতে সাংবাদিকরা যা দেখতে পাবেন তাই লিখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
একইসঙ্গে বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি যাতে বহাল থাকে সাংবাদিকদের সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার আইন ও মানবাধিকার বিষয়ক সুপ্রিমকোর্ট সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এরআরএফ) ২০১৯-২০ সালের কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাতে অংশ নেন ফোরামের সভাপতি দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের নাজমুল আহসান রাজু।
সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি দৈনিক কালের কণ্ঠের এম. বদি-উজ-জামান, ডেইলি স্টারের আশুতোষ সরকার ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার দিদারুল আলম দিদার।