মুহাম্মদ জুবাইর,টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি:২২ মার্চ-২০২০,রবিবার।
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা নারী আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা।
২২ মার্চ সকাল ১০টায় স্থানীয়দের সহযোগিতায় শীলখালীর মকবুল আহমদের ছেলে মোঃ জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোঃ জহিরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই রোহিঙ্গাদের আটক করা হয়।স্থানীয় সুত্রে জানা যায় , স্থানীয় জয়নাল নামে এক ব্যক্তি রোহিঙ্গাদের এনে তার বাড়িতে আশ্রয় দিয়ে বশরের নৌকাযোগে মালয়শিয়া পাচার করতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। আবুল বশর ও জয়নালের একটি সিন্ডিকেট করে বাহারছড়ার শীলখালীতে প্রায় সময় মানবপাচার করে বলে অভিযোগ রয়েছে। গত কিছুদিন আগেও একই এলাকা থেকে ১০-১২ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোঃ জহির বলেন- জয়নালের বাড়ি থেকে আমরা ৬ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।