নিজস্ব প্রতিবেদক: ১১ ফেব্রুয়ারী,সোমবার।
সাটুরিয়া থানার দুই পুলিশ বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষনের অভিযোগের মামলা হওয়ার পর রাতেই ওই তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই তরুণীর ডাক্তারী পরীক্ষা করা হয়। ধর্ষণের শিকার ওই তরুণীর ডাক্তারী পরীক্ষার সময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গাইনী কন্সালটেন্ট নাসিমা আক্তার, দন্ত সার্জেন্ট ডাক্তার রফিকুল ইসলাম, রেডিওলজিষ্ট ডাক্তার হেলাল উদ্দিন ভূইয়া। এই মেডিকেল বোর্ড দ্রুত সময়ের মধ্যে একটি রিপোর্ট দিবেন।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, সোমবার রাতেই ওই তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সে বাড়ি চলে গেছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি