আব্দুল মোমিন স্টাফ করেসপন্ডেন্ট ,মানিকগঞ্জ:২৯ জানুয়ারী-২০২০,বুধবার।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা দেয় পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস।
সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, উচ্চআদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের ২৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে গত বছরের ৪ ডিসেম্বর সাটুরিয়ার দোতরা এলাকার মেসার্স তমা ব্রিকস ও মেসার্স মানিকগঞ্জ ব্রিকসসহ বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর পর ওই দুটি ভাটাসহ বেশকয়েকটি ভাটার মালিক উচ্চআদালতে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতা ভাটাগুলোতে আবারও ইট তৈরি শুরু করে। এ নিয়ে গত ২০ জানুয়ারি প্রথম আলোতে ‘রিট করে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম’ শিরোনামে সংবাদ ছাপা হয়। সংবাদটি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নজরে আসে।
গতকাল ওই দুটি ভাটায় অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এতে ইউএনও’র নেতৃত্বে ভাটা দুটি উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খালেদ হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেসার্স তমা ব্রিকসের মালিক নজরুল ইসলাম বলেন, উচ্চআদালতে রিট করে ভাটার কার্যক্রম শুরু করেন। এমতাবস্থায় প্রশাসন ভাটাটি গুড়িয়ে দেয়।
ইউএনও আশরাফুল আলম বলেন, ভাটা দুটির মালিক উচ্চআদালতে রিট আবেদন করে কার্যক্রম শুরু করেন। তবে এই রিট আবেদনের শুনানি ও রায় হয়নি। এর আগেই তাঁরা ভাটার কার্যক্রম শুরু করেন। এ কারণে অবৈধ ভাটার দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।