Logo
ব্রেকিং :
দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সাটুরিয়ায় দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

রিপোর্টার / ১৯ বার
আপডেট বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

আব্দুল মোমিন  স্টাফ করেসপন্ডেন্ট ,মানিকগঞ্জ:২৯ জানুয়ারী-২০২০,বুধবার।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা দেয় পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস।
সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, উচ্চআদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের ২৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে গত বছরের ৪ ডিসেম্বর সাটুরিয়ার দোতরা এলাকার মেসার্স তমা ব্রিকস ও মেসার্স মানিকগঞ্জ ব্রিকসসহ বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর পর ওই দুটি ভাটাসহ বেশকয়েকটি ভাটার মালিক উচ্চআদালতে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতা ভাটাগুলোতে আবারও ইট তৈরি শুরু করে। এ নিয়ে গত ২০ জানুয়ারি প্রথম আলোতে ‘রিট করে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম’ শিরোনামে সংবাদ ছাপা হয়। সংবাদটি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নজরে আসে।
গতকাল ওই দুটি ভাটায় অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এতে ইউএনও’র নেতৃত্বে ভাটা দুটি উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খালেদ হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেসার্স তমা ব্রিকসের মালিক নজরুল ইসলাম বলেন, উচ্চআদালতে রিট করে ভাটার কার্যক্রম শুরু করেন। এমতাবস্থায় প্রশাসন ভাটাটি গুড়িয়ে দেয়।
ইউএনও আশরাফুল আলম বলেন, ভাটা দুটির মালিক উচ্চআদালতে রিট আবেদন করে কার্যক্রম শুরু করেন। তবে এই রিট আবেদনের শুনানি ও রায় হয়নি। এর আগেই তাঁরা ভাটার কার্যক্রম শুরু করেন। এ কারণে অবৈধ ভাটার দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com