সাটুরিয়ায় (মানিকগঞ্জ )প্রতিনিধি:০৪ আগস্ট-২০২২,বৃহস্পাতিবার।
মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২২) নামের পোষাক শ্রমিক নিহত হয়েছে। মোটর সাইকেল নিয়ে কর্মস্থল একেএইচ গ্রুপে যাওয়ার পথে সিএনজি অটোর সংঘর্ষে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার সাটুরিয়া-গোলরা সড়কে ধুল্ল্যা এলাকায় এ ঘটনা ঘটে। তার পেছনে বসে থাকা যুবকের অবস্থা আশংকাজন তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছ্।নিহত হৃদয় হোসেন সদর ইউনিয়নের রাধা নগর গ্রামের আ.মালেকের পুত্র বলে জানা গেছে। দুর্গটনায় শ্বশুর বাডি থেকে গত দুই দিন পূর্বে দেয়া নতুন মোটর সাইকেল টি দুমরেমুচরে যায়।
এবিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল আলম জানান,সকালে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।