মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৭ জানুয়ারী-২৭ জানুয়ারী-২০২০,সোমবার।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এছাড়া সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ধানকোড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ছাত্র-ছাত্রীদের প্রধান কাজই হলো লেখাপড়া করা। জীবন গড়ার সময় এখন আর লেখাপড়ায় ফাঁকি দিলে ভবিষ্যতে জীবন গড়তে পারবে না। জীবনে সফল হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই।