সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা-বাগান মহল্লায় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী শুটকি বেগমকে নেশা জাতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ আজ সকালে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশের পনেরো সদস্যের একটি দল। আদমদিঘী থানা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রোজ বুধবার বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় এবং আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার উপ-পরিদর্শক শাহ আলম ও হাফিজ উদ্দিন তাঁদের সঙ্গীয় ফোর্সসহ ভোররাত থেকে সান্তাহারের মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম শুটকির চা-বাগানস্ত বাড়ি ঘিরে রাখে আদমদিঘী থানা পুলিশের পনেরো সদস্যের একটি দল। সেখানে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে আজ সকালে আসামির উক্ত বাড়ি থেকে তাকে বিভিন্ন প্রকার নেশা জাতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস অ্যাম্পুল, ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি শুটকি বেগমের নামে বগুড়া, নওগাঁ, জয়পুর হাট, রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় এগারোটি মামলা চলমান অবস্থায় আছে। গ্রেফতারকৃত আসামি রহিমা বেগম শুটকি (৫০) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌরসভার অধিনস্ত সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত চা-বাগান মহল্লার ভাঙ্গারী ব্যাবসায়ী নজরুল ইসলামের স্ত্রী। মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম শুটকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় থানার উপ-পরিদর্শক শাহ আলম ও হাফিজ উদ্দিন তাঁদের সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।