নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ০৬ জুন-২০২২,সোমবার।
টাঙ্গাইলের নাগরপুরে সদ্য প্রয়াত জনপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক মন্ত্রী এড. গৌতম চক্রবর্তীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার পারিবারিক ভাবে আয়োজিত এ শ্রাদ্ধানুষ্ঠানে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন জীবন চক্রবর্তী। সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে দুপুর ১টায় শ্রাদ্ধ কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় গৌতম চক্রবর্তীর ছেলে গৌর চক্রবর্তী উপস্থিত সবার কাছে তার বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেন। পরে উপস্থিত শুভাকাক্সক্ষীদের হিন্দু ধর্মীয় রীতি মেনে আপ্যায়ন করা হয়। শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক ছালে আহাম্মেদ পিন্স, বিভাগীয় সংগঠনিক সম্পাদক আ. সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহাম্মেদ টিটু, কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ. সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, জেলা বিএনপি’র আহŸায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহাম্মদ আজম, সদস্য সচিব ছানোয়ার হক সানু , ঢাকা মহানগর উত্তর জাসাস দলের আহŸায়ক মো. শরিফুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম আহŸায়ক খন্দকার ওয়াহিদ মুরাদ, সদস্য শরিফুল ইসলাম আরজু, মো. রবিউল আওয়াল লাভলু, বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাসহ নির্বাচনী এলাকা নাগরপুর ও দেলদুয়ারের বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ এড. গৌতম চক্রবর্তী গত ২৭ মে শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরোলোক গমন করে।