সাভার প্রতিনিধি :০৭ ডিসেম্বর ,শুক্রবার । ।
•
ধামরাইয়ের কেলিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশুলিয়া থানার সিন্দুরিয়া গ্রামের মো. জাবেদ আলীর ছেলে মো. মৃদুল আহম্মেদ (২৫), একই গ্রামের গ্রামের মো. সোরহাব হোসেনের ছেলে মো. মানিক হোসেন (২২) ও মমিন হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (১৮)।
এদের মধ্যে মৃদুল গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র, মো. মানিক হোসেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স ২য় বর্ষের ছাত্র, মো. হৃদয় এবার এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস কেলিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মাথায় আঘাত লাগে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মোটরসাইকেলে থাকা তিনজনই হেলমেট ছাড়া ছিল। যার কারণে মাথায় আঘাত লেগে তিনজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি