স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (২২ এপ্রিল)
স্ত্রীর অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাশহুদ করিম। নানাবিধ অপকর্ম, অনৈতিক সম্পর্ক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁর স্ত্রী জেসমিন আক্তার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর অভিযোগের প্রেেিত তাকে বরখাস্ত করা হয়।
প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় চলতি বছরের ৩১মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন সারিত একটি প্রজ্ঞাপন জারি করে মাশহুদকে সাময়িক বরখাস্ত করা হয়। জেসমিন আক্তার জানান, ২০১৮ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মাশহুদ করিম এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পূর্বে আমরা দুজনই তালাকপ্রাপ্ত ছিলাম। বিয়ের কিছুদিন পরেই জানতে পারি তাঁর একটি পুত্র সন্তান আছে এবং পূর্বের স্ত্রীর সাথেও যোগাযোগ রয়েছে।
পরবর্তীতে আরও জানতে পারি পূর্বের চাকরিস্থলে বাড়িওয়ালার স্ত্রীর সাথে মাশহুদের অবৈধ সম্পর্ক ছিল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া প্রেমে সম্পর্ক রয়েছে। এসব বিষয় বাঁধা দিলে সে আমাকে বিভিন্নভাবে শরীরিক নির্যাতন করতো এবং আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিতো। পরবর্তীতে গত ২০১৮ সালের আগষ্ট মাসের ২৫ তারিখে সে আমাকে ডিভোর্স দেয়।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোৎস্না খাতুন বলেন, ওই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি